ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্গাপূজায় গুজব ঠেকানো বড় চ্যালেঞ্জ: র‌্যাব ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২৪
দুর্গাপূজায় গুজব ঠেকানো বড় চ্যালেঞ্জ: র‌্যাব ডিজি

ঢাকা: র‌্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গুজব ছড়ানো হয়, এটি মোবাবিলা করা একটি চ্যালেঞ্জ। গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

বুধবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানী বনানী পূজামণ্ডপে নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পূজা উপলক্ষে ছোটখাটো চ্যালেঞ্জ থাকে। এর মধ্যে গুজব একটি চ্যালেঞ্জ। গুজবের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। র‌্যাবের সাইবার ইউনিট রয়েছে, তারা সার্বক্ষণিক সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করছে।  

গুজব যেন দুর্গাপূজার আয়োজনকে বিঘ্ন ঘটাতে না পারে এ বিষয়ে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন শহিদুর রহমান।  

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১ অক্টোবর থেকেই র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এবার পুলিশ, বিজিবি, আনসার ও কোস্ট গার্ড ছাড়াও বিশেষভাবে সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে।  

নির্বিঘ্নে, সুন্দরভাবে কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই পূজা উদযাপন সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

র‌্যাব ডিজি বলেন, র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন ও র‌্যাব হেডকোয়ার্টারের কন্ট্রোল রুম থেকে দেশের বিভিন্ন পূজামণ্ডপ মনিটরিং করা হচ্ছে। অন্যান্য বারের চেয়ে এবার অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হবে।

তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সরকারের জন্য যেমন চ্যালেঞ্জ, আমাদের জন্যও চ্যালেঞ্জ। র‌্যাব সেই চ্যালেঞ্জ মাথা পেতে নিচ্ছে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় দেশের ১৭ কোটি মানুষ আমাদের পাশে আছেন।  

এছাড়া পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে ডগ স্কোয়াড প্রয়োজনীয় স্যুইপিং কার্যক্রমে অংশ নেবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২৪
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।