ঢাকা: ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিৎস্কি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে একটি বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার ( ৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাতের সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করার জন্য তাকে অভিনন্দন জানান।
রুশ রাষ্ট্রদূত তার মেয়াদে সমর্থন ও সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্র উপদেষ্টা এবং রাষ্ট্রদূত উভয়েই এনার্জি, খাদ্য নিরাপত্তা, বাণিজ্যের পাশাপাশি পারস্পরিক গুরুত্বের বহুপাক্ষিক বিষয়সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার মূল ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন। উপদেষ্টা তার ভবিষ্যত প্রচেষ্টার সাফল্য কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর, ৯ ২০২৪
টি আর/জেএইচ