ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

আইসিসিবিতে জমে উঠেছে এলিভেটর এক্সপো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
আইসিসিবিতে জমে উঠেছে এলিভেটর এক্সপো

ঢাকা: দেশি-বিদেশি লিফট ও এস্কেলেটর প্রস্তুতকারক এবং বাজারজাতকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমে উঠেছে ‘বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো-২০২৪’ ও ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো-২০২৪’।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বাংলাদেশ এলিভেটর এস্কেলেটর অ্যান্ড লিফট ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন (বেলিয়া) এবং ভার্গো কমিউনিকেশনসের আয়োজনে এই এক্সপোর উদ্বোধন হয়।

বেলিয়া ইন্টারন্যাশনাল এলিভেটর এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন বেলিয়ার সভাপতি ইমদাদ-উর রহমান, সাধারণ সম্পাদক মো. শরিফুল আলম উজ্জল। মেলার সার্বিক আয়োজনে সহযোগিতা করেন বেলিয়ার সম্মানিত সদস্য ও মেলা উদযাপন কমিটির চেয়ারম্যান মো. ইবাদুল হক। বেলিয়া আয়োজিত মেলায় ৮০টি দেশি-বিদেশি কোম্পানি অংশ নিয়েছে। তিন দিনব্যাপী এই মেলা আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে।

অন্যদিকে ‘গ্লোবাল লিফট অ্যান্ড এস্কেলেটর এক্সপো’র উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠান ভার্গো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ। এ সময় উপস্থিত ছিলেন, ই-৩ কম্যুনিকেশন্সের পরিপরিচালক রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে ভার্গো কমিউনিকেশনসের পরিচালক অনিতা রঘুনাথ বলেন, জীবনকে সহজ করতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বসতবাড়ির সব জায়গায় এখন প্রযুক্তির জয়জয়কার। তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে আমরা এনেছি বিশ্বমানের সব লিফট ও এস্কেলেটর প্রস্তুতকারক ও আমদানিকারকদের। এগুলো গ্রাহকদের পরিবর্তিত চাহিদা মেটাতে পারবে বলে আমাদের বিশ্বাস।



এক্সপোতে আসা বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি বাসার জন্য লিফট কিনবেন। বিভিন্ন স্টল ঘুরে লিফট সরবরাহকারীদের সঙ্গে কথা বলছেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখছেন। এই মেলা থেকেই লিফট কেনার কাজটি সারবেন। একাধিক প্রতিষ্ঠান দেখার সুযোগ থাকার কারণে উন্নত প্রতিষ্ঠানের লিফট কিনতে পারবেন।

ওয়ালটনের লিফট প্যাভিলনে লিফটের পাশাপাশি এআই প্রযুক্তির ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেশার কুকার, ব্লেন্ডার প্রদর্শন করছে। সেখানে লিফটের বিভিন্ন যন্ত্রাংশ সাজানো রয়েছে। প্রতিষ্ঠানটি দেশের মোট চাহিদার ১৫ শতাংশ সরবারহ করে থাকে।

ওয়ালটান লিফট ইউনিটের সিনিয়র ডেপুটি ডিরেক্টর (অপারেশন) আবির মাহাতাসিন বাংলানিউজকে বলেন, আগের মেলাগুলোতে আমরা বেশি সাড়া পেয়েছি। আড়াই কোটি টাকার বেশি ১৩ ইউনিট লিফট বিক্রি হয়েছিল। এবার আশা করছি আরও বেশি হবে। পাশাপাশি এবার আমরা প্রিমিয়ার কাস্টমারের কথা মাথায় রেখে গৃহস্থালি পণ্যগুলো স্টলে রেখেছি। যাতে গ্রাহকরা তাদের ঘরের সঙ্গে মিলিয়ে এসব পণ্য কিনতে পারেন।

দেশের বাজারের লিফট সরবরাহকারী বৃহৎ প্রতিষ্ঠান প্রাপার্টি লিফট এক্সপোতে তাদের নিজেদের পণ্যের পাশাপাশি গ্লোবাল ব্র্যান্ড কোনে, এসআরএইচ ও এমপি লিফটের প্রদর্শন করছে।

প্রতিষ্ঠানটির সেল বিভাগের সহকারী ম্যানেজার মো. মসিউর রহমান জানান, গতবার মেলাতে তারা ৬ ইউনিট লিফট বিক্রি করেছিলেন। এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে। মেলায় সবচেয়ে বড় সুবিধা হলো, ক্রেতারা একটি পণ্য দেখবেন, অন্য পণ্যের সঙ্গে তুলনা করবেন তারপর কার্যাদেশ দেবেন।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
জেডএ/এমএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।