কক্সবাজার: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৩টি ধারালো অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ভোরে টেকনাফের কাটাবুনীয়া এলাকায় অভিযান চালিয়ে মৌলভী মনির আহমেদ (৫২), মো. সোহেল (২৫) ও মো. জিয়াউল ইসলামকে (২৭) আটক করেন কোস্ট গার্ড সদস্যরা।
লেফটেন্যান্ট কমান্ডার তকি বলেন, বেশ কিছু দিন ধরে খবর আসছে টেকনাফের সাবরাং ইউনিয়নের মৌলভী মনির ও তার সহযোগীরা জনসাধারণকে জিম্মি করে জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কম পরিচালনা করছে। বিষয়টি নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড, র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ২৩টি ধারালো অস্ত্রসহ তিন দুষ্কৃতকারীকে আটক করা হয়।
উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন খন্দকার মুনিফ তকি।
বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এসবি/এমজে