নারায়ণগঞ্জ: তথাকথিত গডফাদাররা নারায়ণগঞ্জকে সন্ত্রাসের জনপদ বানানোর অপতৎপরতা চালিয়েছে উল্লেখ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। তিনি বলেন, আমরা তাদের স্মরণ করিয়ে দিতে চাই—যারা সন্ত্রাসকে লালন করবে, চাঁদাবাজি করবে, তারা যেন সে পথে পা না বাড়ায়।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
আইজিপি বলেন, নারায়ণগঞ্জে একটি লোমহর্ষক হত্যাকাণ্ড ত্বকী হত্যার তদন্ত বন্ধ করে রাখা হয়েছিল। আমরা সেটা আবারও শুরু করেছি। সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তও আমরা পুনরায় শুরু করেছি।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ময়নুল ইসলাম বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশের প্রমাণ আজকের এই পূজামণ্ডপ। সমগ্র বাংলাদেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপত্তার সাথে পূজা উদযাপন করা হচ্ছে।
বাংলাদেশ পুলিশ নিশ্চিত করছে সবাই যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে। পূজাকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আজ একটি ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি, যোগ করেন তিনি।
আইজিপি বলেন, পুলিশসহ সব বাহিনী তৎপর রয়েছে। যারা অপতৎপরতা চালাতে চায়, তারা সবসময় আমাদের পালস পরীক্ষা করে দেখে কোথাও গ্যাপ আছে কি না। আমরা সজাগ আছি, আপনারাও সজাগ থাকবেন। আমাদের হটলাইন নম্বর এবং থানা ও জেলা পর্যায়ে ক্যাম্প রয়েছে। কোথাও কোনো অপকর্ম করার চেষ্টা করলে আমরা কঠোর ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, অনেকে ডিজিটাল মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে। এখানে গুজব ছড়ানো হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন থাকতে হবে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এমআরপি/এমজেএফ