মাদারীপুর: দেশে ফিরে তারেক রহমান গণতান্ত্রিক সরকার উপহার দেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
শুক্রবার(১১ অক্টোবর) রাতে জেলার ডাসার উপজেলার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
তিনি বলেন, তারেক রহমান আবারও বাংলাদেশে ফিরে আসবেন। তিনি সুন্দর একটি দেশ গড়বেন এবং গণতান্ত্রিক সরকার উপহার দেবেন।
আমরা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। সবাইকে নিয়ে ভাল থাকতে চাই। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। '
আনিসুর রহমান তালুকদার খোকন আরও বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে ১৬ বছর যুদ্ধ করে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন স্বাধীনতা পেলাম আমরা। গণতান্ত্রিক দেশে সবাই যেন সমান অধিকার ভোগ করতে পারি। সবাইকে নিয়ে ভাল থাকতে চাই আমরা। একজন ভালো হলে, পাশের জনও ভাল হয়ে যাবে। কাউকে অত্যাচার নির্যাতন করা যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে। '
উল্লেখ্য,মাদারীপুর জেলার ডাসারে শারদীয় দুর্গপূজায় নারীদের আরতি অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিভিন্ন মণ্ডপে এই আরতি অনুষ্ঠিত হয়। নারীদের মনোমুগ্ধকর আরতি দেখে আনন্দিত দর্শকরা। নবগ্রাম ইউনিয়নের বাঘমারা সার্বজনীন দুর্গা মন্দিরে অনুষ্ঠানে যোগ দেন জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। এ সময় মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তরা আরতি নৃত্য দিয়ে বিএনপির এই নেতাকে বরণ করে নেয়। পরে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনিসুর রহমান তালুকদার খোকন।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
আরএ