ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে অটোভ্যানে চড়ে ঘুরলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
শ্যামনগরে অটোভ্যানে চড়ে ঘুরলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ অটোভ্যানে চড়ে ঘুরছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে ব্যাটারিচালিত ভ্যানে চড়ে ঘুরলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ সময় তিনি প্রায় তিন কিলোমিটার এলাকা ভ্যানে চড়ে ঘুরেন।

শনিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কপথে শ্যামনগরের মুন্সিগঞ্জের আকাশলীনায় যাওয়ার পথে ফুলতলা এলাকায় গাড়ি থেকে নেমে ভ্যানে চড়ার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি এবং সেখান থেকে আকাশলীনা পর্যন্ত ভ্যানে যান।  

আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে পৌঁছে মধ্যাহ্নভোজ শেষে স্পিডবোট যোগে সুন্দরবনের কলাগাছিয়া ভ্রমণ করেন উপদেষ্টা।  

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব আবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাস, পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট কৃষ্ণপদ মণ্ডল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফকির তাইজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।