ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ  ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সরকারি চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ের জনপ্রশাসন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী জানান, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। তবে সরকারি চাকরির অবসরের বিষয়ে কমিটি কোনো সুপারিশ করেনি বলেও জানান তিনি।

নারীদের ৩৭ বছর বয়সসীমা প্রসঙ্গে তিনি বলেন, মেয়েদের আমরা এ কারণে বয়স একটু বেশি দিয়েছি যে, মেয়েদের ছেলেদের মতো ওই বয়সে পরীক্ষা দেওয়া সম্ভব হয় না। ফ্যামিলি অব্লিগেশন্স থাকে, অনেকের বিয়ে হয়, বাচ্চা-কাচ্চা হয়। তাই তারা (নারী) যেন আসতে পারেন। এছাড়া আমাদের নারী কর্মকর্তার সংখ্যা তুলনামূলক কম।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
আরকেআর/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।