ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

কুতুবদিয়ায় নৌ-বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
কুতুবদিয়ায় নৌ-বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার: কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।

অভিযানে একটি একনলা বন্দুক, একটি পিস্তল, সাত রাউন্ড তাজা কার্তুজ ও তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় এ অভিযান চালানো হয়।

নৌ-বাহিনী জানিয়েছে, গোপন সুত্রে খবর পেয়ে ওই এলাকার একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুতে রাখা অবস্থা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরবর্তীতে আইনি ব্যবস্থার মাধ্যমে আগ্নেয়াস্ত্রগুলো কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এসবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।