ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় সন্ত্রাসী আজমীর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
নারায়ণগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় সন্ত্রাসী আজমীর গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসী আজমীরকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার মেজর মো. অনাবিল ইমাম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তার আসামিকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফতুল্লার ভূইগড় বাসস্ট্যান্ডে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র জনতার ওপর ঝাঁপিয়ে পড়ে আজমীরসহ অন্যান্য আসামিরা। এ ঘটনায় গত ২২ আগস্ট ফতুল্লা থানায় আজমীরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে মামলা হয়।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।