ঢাকা: রাজধানীর ডেমরার একটি বাসায় রিফাত খান (১৫) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার।
বুধবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ডেমড়া কোনাপাড়া শান্তিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় স্বজনরা ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিফাতের চাচা তাজহিদ খান জানান, তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার মধ্যচাঁদকাঠি গ্রামে। বর্তমানে ডেমড়া কোনাপাড়া শান্তিবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকত রিফাত। তার বাবা রিয়াজ উদ্দিন ঢাকা ওয়াসায় কাজ করেন। মা ফাতেমা বেগম গৃহিণী।
রিফাত একটি মাদরাসা থেকে হাফেজি পড়া শেষ করে বর্তমানে ডেমরার একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ত। তিন ভাইয়ের মধ্যে রিফাত ছিল ছোট।
রিফাতের চাচা আরও জানান, কিছুদিন ধরে রিফাত পড়াশুনায় অমনযোগী ছিল। মোবাইল নিয়ে বসে থাকত। তার মা ফাতেমা বেগম এ নিয়ে বকাঝকা করেন। মায়ের ওপর অভিমান করে ঘরের ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস দেয় সে। রিফাতকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ডেমড়া থেকে ওই শিক্ষার্থীকে স্বজনরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, বাসায় গলায় ফাঁস দিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এজেডএস/এমজেএফ