সাভার (ঢাকা): নবনিযুক্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত কোনো পরীক্ষায় ভুয়া পরিচয়ে অংশ নিলে বা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
মোবাশ্বের মোনেম বলেন, আমরা কেবল মাত্র দায়িত্ব নিয়েছি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে পরীক্ষাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অচিরেই জানতে পারবেন আমরা স্বল্প মেয়াদি ও দীর্ঘ মেয়াদি কী করতে যাচ্ছি।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এ সময় সরকারি কর্ম কমিশনের অন্য চার সদস্য ড. নূরুল কাদির, ডা. মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা, ড. মো. নাজমুল আমীন মজুমদার উপস্থিত ছিলেন। পরে তিনি নবনিযুক্ত চার সদস্যদের নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দন, উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহাকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরবি