ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিড়াল তাড়াতে গিয়ে প্রাণ গেল নারীর

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
বিড়াল তাড়াতে গিয়ে প্রাণ গেল নারীর

ঢাকা: বিড়াল তাড়াতে গিয়ে রাজধানীর ডেমরা সানারপাড়ের একটি বাসার সিঁড়ি থেকে পড়ে সোনিয়া আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই নারী বুশরা নামে ৪ বছর বয়সি এক মেয়ে সন্তানের জননী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে হাসপাতালে নিয়ে আসা স্বামী বশির মিয়া জানান, তাদের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলায়। বর্তমানে পশ্চিম সানারপাড়ে ভাড়া বাসায় থাকেন। বশির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ অফিসের অফিস সহকারী। আর তার স্ত্রী সোনিয়া গৃহবধূ। সকালে একটি বিড়াল চতুর্থ তলার তাদের বাসায় ঢুকে পড়ে। তখন সেই বিড়াল তাড়িয়ে দেওয়ার সময় সিঁড়ি থেকে এক ধাপ নিচের সিঁড়িতে পড়ে যান। এতে মাথাসহ শরীরে গুরুতর জখম হয় তার। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি জানান, সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।