ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় বিভিন্ন মামলায় ২১ আসামিকে আদালতে প্রেরণ

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আশুলিয়ায় বিভিন্ন মামলায় ২১ আসামিকে আদালতে প্রেরণ

সাভার (ঢাকা): আশুলিয়ায় যুবলীগ ও বিএনপির সংঘর্ষ ও গুলির ঘটনায় গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতাসহ বিভিন্ন মামলার ২১ আসামিকে আদালতে পাঠিয়েছি পুলিশ। এদের মধ্যে রিমান্ডের আসামিরাও রয়েছেন।

বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) দুপুরে প্রিজন ভ্যানে করে তাদের আদালতে পাঠানো হয়। বিকেলে ৪ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বক্কর সিদ্দিক।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাবেক ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনি ( ৪০), মো. সজিব ইসলাম (২৭), মো. শিমূল উদ্দিন (২৭), মো. মাহাবুব হোসেন (৩২), মো. মামুনুর রশিদ (৩২), মো. আসলাম শেখ (৪৩), মো. দবির উদ্দিন ফকির (৪৫), মো. ছাইদুল ইসলাম (৫০), মো. সুমন মোল্লা (৩২), মো. অন্তর শেখ (২৪), মো. সুরমান মন্ডল (২৮), মো. কায়েস (৩৩), আব্দুল আলীম (৫১), মো. আফসারুল ইসলাম (৫৭), আলী আকবর মুন্সী (৪৪), আলী আহম্মেদ (৩৮), মো. সোহরাব হোসেন সরকার (৪৫), আলাল উদ্দিন (৩২),সরোয়ার (৪৭),মহসিন হোসেন (২৫), রকি আহম্মেদ (৩০)।  

পুলিশ জানায়, গতকাল অভিযান চালিয়ে বিএনপি ও যুবলীগের সংঘর্ষ ও গুলির ঘটনায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনি। এসময় বিভিন্ন মামলায় সাবেক ছাত্রদল নেতা, জুয়াড়ি ও পুরাতন মামলায় বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর বলেন,  যৌথবাহিনীসহ আমরা কয়েকজনকে গ্রেপ্তার করেছিলাম। তাদের স্ব স্ব দায়েরকৃত মামলায় আজকে ২১জনকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে রিমান্ডে আসামি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।