ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন মানিকগঞ্জবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
যৌথবাহিনীর হস্তক্ষেপে সাড়ে তিন ঘণ্টা পর বিদ্যুৎ পেলেন মানিকগঞ্জবাসী

মানিকগঞ্জ: দুর্নীতির অভিযোগে সারাদেশে পল্লীবিদ্যুতের ২০ জন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণের প্রতিবাদে মানিকগঞ্জের পুরো জেলায় বিদ্যুৎ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ সমিতি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর)  বেলা ১১টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

পরে যৌথবাহিনীর হস্তক্ষেপে দুপুর আড়াইটার দিকে জেলায় বিদ্যুৎ চালু করা হয়।

জানা যায়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের স্বপদে বহালের দাবিতে বিদ্যুৎ বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচি পালন করে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব,  জেলা প্রশাসনের কর্মকর্তারা আসেন। এ সময় পল্লীবিদ্যুতের চারজন কর্মকর্তাকে সেনাবাহিনী তাদের হেফাজতে নেয়। পরে সাড়ে তিন ঘণ্টা পর সারা জেলায় বিদ্যুৎ সচল হয়। দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন মানিকগঞ্জবাসী।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।