ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের নতুন কমিটি

ঢাকা: মো. আজিবুর রহমানকে সভাপতি এবং মোহাম্মদ মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম।

রোববার (২০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম এবং মো. হারুন অর রশিদ উপদেষ্টা নির্বাচিত হন।

কার্যনির্বাহী কমিটিতে নির্বাচিত নেতারা হলেন—সভাপতি মো. আজিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি এস এম আনোয়ার মজিদ তারেক। সহ-সভাপতি মো. জাকারিয়া ফারুকী, মো. মেহেদী হাসান, মো. কামরুজ্জামান, এ কে আজাদ, সোহেল বিন আজাদ; সাধারণ-সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর, যুগ্ম-সাধারণ সম্পাদক শারমিন আফরোজ, মো: কামরুজ্জামান খোকন, রেজওয়ানুল হক, মো. জহির রায়হান, অর্থ-সম্পাদক আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন শুভ; সহ-সাংগঠনিক সম্পাদক মো মোকছিদুল ইসলাম, মো. আব্বাস উদ্দিন, জলাল উদ্দিন রাকিব, মো. মাহমুদুর রহমান সাদ, সাহেদ ভূইয়া, প্রচার সম্পাদক মমিনুল ইসলাম (নির্ঝর), সহ-প্রচার সম্পাদক সাইমুম ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, মো. নাজিম উদ্দীন।

সংস্কৃতি বিষয়ক সম্পাদক শিফাত উল্লাহ্ নিহাল, জয়া সাহা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. মাহবুব রহমান তালুকদার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক মামুন গাজী, দপ্তর সম্পাদক মো. এহসান আহমেদ জুয়েল, মো. আশরাফুল রহমান ভূঁইয়া, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান মাহমুদ,  তৌহিদুল ইসলাম, ছাত্রীকল্যাণ বিষয়ক সম্পাদক তাজিয়া ইসলাম নিশা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম নাহিদ, মো. সাদ্দাম হোসেন।

কার্যনির্বাহী সদস্যরা হলেন—মোহাম্মদ আরিফ খান, ইসমাইল হোসেন, এ কে এম ফয়জুল ইসলাম, ফয়সাল তারিক তনময়, মো. ওয়াছেল আলম, আইয়ুবালী, মো. মোহাইমিনুল ইসলাম, মো. পারভেজ আলম, আহসান হাবিব, মো. সালেহ সামির, ইত্তেহাদ খোন্দকার, দিপংকর অধিকারী, মো. ফিরোজুর রহমান, মো. মেজবাহ উদ্দিন সাব্বির, মো. তামিম খান, ঋষিকেশ দাশ, মো. আ. রাহিম সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।