ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মেয়াদ পূর্ণ করার সুযোগের দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ইউপি চেয়ারম্যান-মেম্বারদের মেয়াদ পূর্ণ করার সুযোগের দাবিতে মানববন্ধন

ঢাকা: বাংলাদেশের সব ইউনিয়ন পরিষদ না ভেঙে চেয়ারম্যান ও মেম্বারদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম।  

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

 

মানববন্ধনে উপস্থিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা বলেন, আজকে ইউনিয়ন পরিষদের সেবা বিঘ্নিত হচ্ছে। আপনারা জানেন মানুষ সেবা বঞ্চিত হচ্ছে। আজকে পুলিশ বাহিনীতে নিয়োগ চলছে। নৌবাহিনী, বিমান বাহিনীতেও নিয়োগ চলছে। তাদের ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন ধরনের সনদপত্র দিতে হয় আমাদের। তারা কিন্তু বর্তমানে এই সেবা পাচ্ছে না। তারা খুব কষ্টে আছে। আমরা সরকারের কাছে অনুরোধ করবো যাতে ইউনিয়ন পরিষদ ভেঙে না দেওয়া হয়।  

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে দেশের আইনশৃঙ্খলা এবং জনগণের সেবা মুখ থুবড়ে পরবে। বাংলাদেশে যে অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হবে তার জনরোষ বর্তমান সরকারের ওপর পড়বে।

মানববন্ধনে সংগঠনটির আহ্বায়ক মো. জিল্লুর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ বাংলাদেশ সরকারের সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী কাঠামো। দেশের এ প্রতিষ্ঠানটি সাধারণ জনগণের আশা ও ভরসার আশ্রয়স্থল। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা অজ্ঞাত কারণে এই জনপ্রিয় প্রতিষ্ঠানটি ভেঙে দেওয়ার অভিমত ব্যক্ত করেছেন। এ কাঠামো ভেঙে অগণতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনার যে রূপরেখা দাঁড় করিয়েছেন, তাতে বাংলার মানুষের আশা ভরসার আশ্রয়স্থলে কুঠারাঘাত করেছেন। এই কাঠামো ভেঙে আমলাতান্ত্রিক উপায়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করলে গ্রামের খেটে খাওয়া মানুষ আশাহত হবেন।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. সুজাউদ্দৌলা লিপটন, আজিজুল ও মো. জাকির আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
ইএসএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।