বরিশাল: সড়ক দুর্ঘটনা রোধ ও পথচারী, যানবাহনের যাত্রী-চালকের নিরাপত্তায় পৃথক সর্বাত্মক আইন প্রণয়নের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন করেছে স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন হয়।
নিরাপদ সড়ক দিবসকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন টার্মিনাল-বাজারে সাত দিনের জনসচেতনতা কার্যক্রম চালিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয় দাবি করে জননিরাপত্তামূলক বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করতে সরকারকে আহ্বান জানানো হয়।
বেসরকারি উন্নয়ন সংস্থার জোট বিএনডিএনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য শুভংকর চক্রবর্তী।
সংবাদ সম্মেলনের সঞ্চালনা করেছেন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের সমন্বয়কারী রনজিৎ দত্ত।
শুভংকর চক্রবর্তী বলেন, সড়কপরিবহন আইন-২০১৮ স্বয়ংসম্পূর্ণ নয়। এছাড়া এই আইনের যথাযথ প্রয়োগও দেখছি না। তাই এই আইনকে জনবান্ধব আইনে রূপান্তর করতে নিরাপদ সড়ক অবকাঠামো এবং যানবাহনের নিরাপত্তার বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।
দেশের সড়কে জনসাধারণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পৃথক সর্বাত্মক আইন প্রয়োগের দাবি জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
এমএস/এসআইএস