ঢাকা, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
ওয়ারীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকা থেকে ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. ফখরুল হাসান (৩৪) ও হেলাল উদ্দিন (৩০)।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ওয়ারী থানার ২ নম্বর হাট খোলা রোডের রাজধানী সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮০০ ইয়াবা (মূল্য দুই লাখ চল্লিশ হাজার টাকা) জব্দ করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ওয়ারী থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংগঠনের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানী সুপার মার্কেটের ‘এসকে ট্রেড’ দোকানের সামনে অভিযান চালানো হয়। অভিযানে ৮০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এমএমআই/জেএইচ


  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।