ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
নেত্রকোনায় জাতীয় বিপ্লব-সংহতি দিবস পালিত

নেত্রকোনা: ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি পালন উপলক্ষে নেত্রকোনা জেলা বিএনপি র‍্যালি, সমাবেশসহ নানা কর্মসূচির উদ্যোগ নেয়।

 

এ উপলক্ষে জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী,  জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আশরাফ উদ্দিন খানের নেতৃত্বেও একটি বণার্ঢ্য র‍্যালি বের হয়। জেলা বিএনপির নেতারাসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের অংশগ্রহণে র‍্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।  

শহীদ মিনারের সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চলায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।