ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কারখানায় নাশকতার চেষ্টা, শ্রমিক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
ফতুল্লায় কারখানায় নাশকতার চেষ্টা,  শ্রমিক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় নাশকতার চেষ্টার সময় প্রসেনজিৎ চৌধুরী (২৮) নামে এক শ্রমিককে পুলিশে সোপর্দ করেছে কারখানা কর্তৃপক্ষ।

রোববার (১০ নভেম্বর) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার দুপুরে ফতুল্লার কাঠেরপুল আবির ফ্যাশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।

কারখানার সহ-ব্যবস্থাপক মইনুল ইসলাম জানান, কারখানার নিটিং অপারেটর প্রসেনজিৎ চৌধুরী বেশ কয়েকদিন ধরে ঠিকভাবে দায়িত্ব পালন করছিল না। কারখানার শ্রমিক, সুপারভাইজারদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তো। এ নিয়ে তাকে সাবধান করা হলেও তিনি করো কথার তোয়াক্কা করতেন না। শনিবার দুপুরে খাবার বিরতির সময় দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি অন্যান্য শ্রমিকরা দেখতে পেয়ে অগ্নিনির্বাপক দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। পরবর্তীতে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে প্রসেনজিৎ চৌধুরীর ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করার পর শনিবার রাতে আটক শ্রমিককে ফতুল্লা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।