ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

আইজিসিসির উদ্যোগে নজরুল শ্যামা সঙ্গীত সন্ধ্যা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আইজিসিসির উদ্যোগে নজরুল শ্যামা সঙ্গীত সন্ধ্যা

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) উদ্যোগে মঙ্গলবার (১২ নভেম্বর) কাজী নজরুল ইসলামের শ্যামা সঙ্গীতের এক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত ও বাংলাদেশে সমান জনপ্রিয়।

নজরুল মা কালীকে নিয়ে শতাধিক ভক্তিমূলক গান রচনা করেছেন, যাকে শ্যামা সঙ্গীত বলা হয়।

অনুষ্ঠানে নজরুলের নির্বাচিত শ্যামা সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী টিটো মুন্সি, মৃদুলা সমাদ্দার ও বিজন চন্দ্র মিস্ত্রি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, কবি নজরুলের কাজগুলো ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য। এটা আমাদের উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠভাবে মানুষে মানুষে এবং সাংস্কৃতিক সংযোগ স্থাপনের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প-সংস্কৃতির বিশিষ্ট ব্যক্তিবর্গ যোগ দেন।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।