ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

বরিশাল: বরিশালের গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চালক ও আরোহীর মরদেহ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের চালক মুকুল (৩৫) এবং পেশায় ব্যবসায়ী মো. বাদল মোল্লা (৪০)। তাদের দুজনের বাড়িই ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ ভ্যান যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা বরিশাল মহাসড়কের কটকস্থলে অবস্থিত আরিফ ফিলিং স্টেশন অতিক্রম কালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।

তিনি বলেন, পিকআপের ভেতর থেকে চালক ও একজন ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও পিকআপটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনায় মরদেহ হস্তান্তরের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান আমিনুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।