দিনাজপুর: রাষ্ট্রকে জুলুমমুক্ত করলে তবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা লাভ হবে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম।
শনিবার (২৩ নভেম্বর) দুপুরের দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাহলে সমৃদ্ধ বাংলাদেশ গড়া নয়। শিক্ষা ব্যবস্থা শুধু সার্টিফিকেটকেন্দ্রিক হওয়া উচিত নয়। শিক্ষা সিস্টেম যেন দেশ গঠনে সহায়তা করে এমন পরিবর্তন আনতে হবে। এই আন্দোলনে নিহতের রক্তের প্রতিদান কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তবে রাষ্ট্রকে পুরোপুরি জুলুমমুক্ত করতে পারলে তবেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মত্যাগ প্রকৃত মর্যাদা লাভ করবে।
হাবিপ্রবি ইসলামী ছাত্রশিবির শাখার আয়োজনে নবীনবরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক অহিদুল ইসলাম, হাবিপ্রবির সভাপতি রেজওয়ান ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ