ঢাকা: তথাকথিত অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল।
সোমবার (২৫ নভেম্বর) রাত সোয়া ৮টা দিকে রাজধানীর শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিটিসি সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সোয়া ৮টায় শান্তিনগর এলাকায় থেকে অহিংস গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, মাহবুবুল আলম চৌধুরী অহিংস গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং অন্যতম আহ্বায়ক। গ্রেপ্তার মাহবুবুল আলমকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমএমআই/আরআইএস