ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি মামলায় মাদ্রাসার অফিস সহকারী খালাস 

বরিশাল: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্যে করে কটূক্তির মামলার ১০ বছর পর আসামি মাদ্রাসার অফিস সহকারীকে খালাস দিয়েছে আদালত।  

রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক তাকে খালাস দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।

 

খালাস পাওয়া কাজী হারুন অর রশিদ সিরু পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন সপ্তগ্রাম সম্মিলনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।  

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল জানান, ২০১৫ সালের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওই মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে অফিস সহকারী কাজী হারুন অর রশিদ সিরু অংশ নেয়নি। তার মোবাইল ফোন নম্বরে কল করা হলে সে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে। এ ঘটনায় ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর মাদ্রাসার সহকারী মো. রিয়াজউদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করে।  

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউখালী থানার এসআই মনিরুজ্জামান মুনির তথ্য প্রযুক্তি আইনে কাজী হারুন অর রশিদকে অভিযুক্ত করে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ১১ জনের স্বাক্ষ্য নিয়ে আসামিকে খালাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৪
এমএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।