ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ের মৃত্যু

গাজীপুর: পারিবারিক কলহের জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- ময়মনসিংহের পাগলা থানার টাঙ্গাব এলাকার মো. রাসেল মিয়ার স্ত্রী নাসরিন আক্তার (২৯) ও তার মেয়ে রওজাতুল জান্নাত রাফসা (১১ মাস)।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, শ্রীপুর উপজেলার মুলাইদ আমতলী এলাকায় পরিবারসহ বাসা ভাড়া থাকতেন নাসরিন আক্তার। তার স্বামী রাসেল মিয়া স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। রাতে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে মেয়েকে কোলে নিয়ে নাসরিন বাসা থেকে বের হয়ে আসেন। সকাল ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের পাশে একটি গাছের নিচে বসে মোবাইলে কথা বলছিলেন নাসরিন। এক পর্যায়ে মেয়েকে কোলে নিয়ে একটি ট্রেনের নিচের ঝাপ দেন তিনি। এতে ঘটনাস্থলেই নাসরিন মারা যান এবং তার মেয়ে রাফসা গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। এক পর্যায়ে ঢাকায় নেওয়ার পথে রাফসা মারা যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সেতাফুর রহমান জানান, ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা-মেয়ে মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।