ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সোমবার (৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তবে বৈঠকের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
সোমবার ঢাকায় পৌঁছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে যোগ দেন ভারতের পররাষ্ট্রসচিব। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
এর আগে সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় পৌঁছান বিক্রম মিশ্রি। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহান।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৪
টিআর/এমজেএফ