ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
‘তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন’

বগুড়া: ‘আমরা বিএনপি পরিবারে’র আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসে থেকেও সব সময় দেশের মানুষের খোঁজ খবর রাখেন।

অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতা কর্মীদের নির্দেশনা দেন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া মাদরাসা মাঠে জাতীয়তাবাদী সমর্থিত কৃষিবিদদের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারে একটি করে হলেও সরকারি ও বেসরকারি চাকরি দেওয়া হবে। তার নির্দেশে আমরা সবসময় মানুষের পাশে রয়েছি।

বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের মহাসচিব কৃষিবিদ মেহেদী হাসান পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাবতলী পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, আরডি এ পরিচালক আব্দুল মজিদ, সাবেক ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমান, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, নূর মো. রিপন, কৃষিবিদ এ কে এম ফজলুল করিম রাঙা, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান পাভেল, ড. মো. আব্দুল মজিদ, ড. মাহমুদুল হাসান সুজা, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মুকুল মিয়া, নিয়ামতুল্লাহ, নুরুজ্জামান সজল, জাহাঙ্গীর আলম এ এম শোয়াইব, শিহাব হাসান, আব্দুল্লাহ আল মুত্তাকীন, রিজোয়ানুর ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।