ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শত্রুতা করে কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগের কর্মীরা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
শত্রুতা করে কৃষকের ৫০০ কলাগাছ কেটে দিল যুবলীগের কর্মীরা

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে শত্রুতা করে সোয়াইবুর রহমান ইমরান নামে এক কৃষকের ৫০০ কলাগাছ কেঁটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা।

শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনায় বাদি হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানিয়েছেন, প্রকাশ্যে ইমরানের কলাগাছ কাটার নেতৃত্ব দিয়েছেন এলাকার যুবলীগ কর্মী মুক্তার হোসেন। তার সঙ্গে অন্তত ১৫ জন উপস্থিত ছিল।

ইমরান তার লিখিত অভিযোগে বলেছেন, দীর্ঘদিন ধরেই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আজমপুর গ্রামে কলার চাষ করছিলেন ইমরান। পাশেই যুবলীগ কর্মী মুক্তার হোসেন জমি কেনেন৷ পরে কৌশলে ইমরানের জমি দখলে নেওয়ার চেষ্টা করেন তিনি। জমি দখলে বাধা দেওয়ায় তিনি প্রকাশ্য দিবালোকে কলাগাছগুলো কেঁটে ফেলেন। ভুক্তভোগী কৃষক ইমরানের অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এ ঘটনায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে বলেন, ভুক্তভোগী বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।