ফেনী: ফেনীতে চোরাচালান বিরোধী অভিযানে ২৫ লাখ টাকার বেশি মূল্যের মালামাল ও মালামালবাহী একটি পিকআপভ্যানসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৪ জানুয়ারি) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীন এলাকার ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার অন্তগর্ত দেবপুর, কেতরাংগা এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী অংশ থেকে তাকে আটক করা হয়।
আটক মো. জামাল হোসেন (৩৫) ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে।
অভিযানকালে জামাল হোসেনের সঙ্গে থাকা বিপুল পরিমাণ ভারতীয় থ্রি-পিস, টি-শার্ট, রসুন এবং পিকআপভ্যান জব্দ করা হয়। জব্দ মালামালগুলোর আনুমানিক বাজার মূল্য ২৫ লাখ ৬১ হাজার ৭৫০ টাকা।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসএইচডি/এমজেএফ