ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
সিলেটে সড়কের পাশে পড়েছিল যুবকের রক্তাক্ত মরদেহ

সিলেট: সিলেটে মহাসড়কের পাশ থেকে সালাউদ্দিন (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (৫ জানুয়ারি) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে। তিনি সাত বছর ধরে উপজেলার বাংলাবাজার এলাকার মসজিদ মার্কেটে সেলুনের ব্যবসা করে আসছিলেন।

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সালাউদ্দিনের পরনে ছিল কালো রঙের হুডি ও মেরুন রঙের প্যান্ট। পুলিশের ধারণা, কোনো বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।  

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে চাচাতো বোনের বাসায় রাতের খাবার খেয়ে বাংলাবাজারে ফিরছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।