ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

‘আয়নাঘর’ পরিদর্শনের সুযোগ পাবেন সাংবাদিকরা: প্রেস সচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
‘আয়নাঘর’ পরিদর্শনের সুযোগ পাবেন সাংবাদিকরা: প্রেস সচিব  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম | ফাইল ছবি

ঢাকা: শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের শাসনামলে টর্চার সেল হিসেবে পরিচিতি পাওয়া ‘আয়নাঘর‘ সাংবাদিকদের জন্য পরিদর্শনের সুযোগ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (০৫ জানুয়ারি) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের বলেন, আপনাদের জন্য আমরা আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করব। সাংবাদিকরা সেখানে যেতে পারবেন। দেখতে পারবেন, মানুষজনকে কীভাবে সেখানে ভয়াবহ আকারে গুম করে রাখা হতো এবং তাদের ওপর কী ধরনের অত্যাচার চলতো। আয়নাঘরের বন্দিরা অনেকে লিখে রেখেছেন কততম দিন তারা সেখানে পার করলেন—১৮০তম দিন কিংবা ২৫০তম দিন।

গুমের বিষয়ে অন্তর্বর্তী সরকার যে কমিশন করেছে, তারা ভালোভাবে কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের ঘটনা, মাওলানা সাঈদীর মৃত্যুদণ্ডের রায়, ২০১৮ সালের রাতের ভোট, প্রতিবছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার সবকিছু মিলিয়ে শেখ হাসিনার পাপাচারের তো শেষ নেই।  

এগুলোর প্রত্যেকটি ঘটনার বিচারের বিষয় নিয়ে সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন, হাসিনাকে আমরা বিচারের আওতায় আনব।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।