ঢাকা: বায়ুদূষণ রোধে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশে গাজীপুর ও টাঙ্গাইলে পৃথক অভিযানে ৪.০৫ একর বনভূমি উদ্ধার ও অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৪.০৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এই অভিযানে ১৩টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়। অভিযান পরিচালনায় বন বিভাগ, জেলা প্রশাসন এবং যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন।
অন্যদিকে, টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধ ৭টি ইটভাটা ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার সকালে শুরু হওয়া এই অভিযান চলে দুপুর আড়াইটা পর্যন্ত। অভিযানে বহুরিয়া, বাইমাইল ও পাহাড়পুর এলাকার বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বিএন্ডবি ব্রিকস, সনি ব্রিকস এবং রান ব্রিকস ইটভাটার চিমনি স্থায়ীভাবে ভেঙে দেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী কমিশনার রাকিবুল ইসলাম, মির্জাপুর সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিঞা মাহমুদুল হক এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৯,২০২৫
জিসিজি/এমএম