ঢাকা: রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হলো—কাশেম শেখ (৫৫) ও মো. আব্দুল আহাদ (২০)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তান মোড় সংলগ্ন আবাসিক হোটেল গার্ডেন ইন্টারন্যাশনালের সামনের ফুটপাত থেকে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গুলিস্তান এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের টিম। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় কাশেম শেখ ও আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তার আসামিরা এসব ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিজেদের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএমআই/এমজেএফ