ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্হিবিভাগ থেকে চার কার্টুন সরকারি ইনজেকশনসহ এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। তার নাম ফরহাদ হোসেন (৪৪)।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুড় ১টার দিকে হাসপাতালের বর্হিবিভাগ থেকে ওই ব্যক্তিকে আটক করে আনসার সদস্যরা। পরে পরিচালকের কক্ষে নিয়ে যায়।
এবিষয়ে আনসার সদস্য ওমর ফারুক বলেন, বর্হিবিভাগে ডিউটি করার সময় দুপুরে ওই ব্যক্তিকে বড় একটি ব্যাগ কাঁধে নিয়ে বের হতে দেখে সন্দেহ হয়। পরে তাকে ডাক দিলে সে দ্রুত হাসপাতালের বাইরের দিকে যেতে থাকে। আমিও দ্রুত গিয়ে তাকে ধরে ফেলি। এবং ব্যাগের মধ্যে ইনজেকশনের কার্টুন দেখতে পাই। পরে তাকে হাসপাতালের পরিচালকের কক্ষে নেওয়া হয়।
অভিযুক্ত ফরহাদ হোসেন বলেন, সে হাসপাতালের কেউ না। সে তার স্ত্রীর অসুস্থতার কারণে হাসপাতালের ২২০ নম্বর ওয়ার্ডের সরকারী ওয়ার্ডবয় সুমনের সঙ্গে পূর্ব পরিচিত থাকায় তার কাছেই এসেছিলেন জ্বরের ওষুধ নিতে। পরে ওয়ার্ডবয় সুমন চার কার্টুন ওষুধ তার ব্যাগের ভিতর দিয়ে বাইরে নিয়ে যেতে বলে। তবে বাইরে বের হওয়ার আগেই আনসার সদস্যরা তাকে ধরে ফেলে।
তিনি আরও বলেন, তার বাসা লালবাগ কেল্লা শ্বষানঘাট এলাকায়। এর আগে অনেকবার হাসপাতালে এসেছি তবে এরকম ঘটনার সম্মুখীন হইনি।
মুঠোফনে ওয়ার্ডবয় সুমনের সাথে যোগাযোগ করা হলে সুমন বলে আমি ২২০ নম্বর সার্জারি ওয়ার্ডে ডিউটি করি। ফরহাদ আমার পূর্ব পরিচিত। তবে এই প্রথম তার কাছে আমি দুই কার্টুন ডিস্ট্রিল ওয়াটার দিয়েছি। আর দুই কার্টুন কোথায় পেয়েছে আমার জানা নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার মো. সেলিম উদ্দিন বলেন, দুপুরে হাসপাতালের বহির্বিভাগ থেকে চার কার্টুন ডিস্ট্রিল ওয়াটার সহ ফরহাদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ফরহাদ জানিয়েছে ২২০ নম্বর ওয়ার্ডে পূর্ব পরিচিত সুমন তাকে এগুলো দিয়েছে। তবে ২২০নম্বর ওয়ার্ডে গিয়ে সুমনকে পাওয়া যায়নি। পরিচালক মহোদয় এর ব্যবস্থা নিবেন।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৫
এজেডএস/এমএম