ঢাকা, বুধবার, ১৪ মাঘ ১৪৩১, ২৯ জানুয়ারি ২০২৫, ২৮ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরখানে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
উত্তরখানে পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরখান থানা পুলিশ।  

গ্রেপ্তারকৃতরা হলো, মো. নয়ন (২০) মো. ছাব্বির হোসেন (২১) ও  মো. জিহাদ।

সোমবার (২৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৬ জানুয়ারি) উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

উত্তরখান থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে উত্তরখান থানার একটি টিম জানতে পারে, ছিনতাইকারী চক্রের কতিপয় ব্যক্তি উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন পাকা রাস্তার উপর ছিনতাইয়ের উদ্দেশে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি গ্রহণ করেছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে নয়ন, ছাব্বির ও জিহাদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এ ঘটনায় উত্তরখান থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরখান থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা আগেও একাধিকবার চুরি, ছিনতাই করাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
এজেডএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।