ঢাকা: মিশর ও আলজেরিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও আলজেরিয়া এবং ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিতীয় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে । এতে পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নেবে।
মুখপাত্র জানান, আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দুটি দেশ মিশর ও আলজেরিয়ার সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাজার প্রসার ও রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনয়নের ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানি বিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে।
আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও মিশরের ফেডারেশন অব চেম্বার অব কমার্সের সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দুটি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে।
ব্যবসায়ী প্রতিনিধিদের মাঝে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে ধারণা করা যায়। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোম্যাসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশানস, আলজেরিয়ার মধ্যকার সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যা আসন্ন সফরে স্বাক্ষরিত হতে পারে। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আলজেরিয়া ও মিশরের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে এবং বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার ক্ষেত্র চিহ্নিতকরণের সুযোগ হবে।
উল্লেখ্য, ২০২২ সালে ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিশরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৫
টিআর/এমজে