হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ প্রেসক্লাব সভাপতি পদে স্বপন বণিক ও সাধারণ সম্পাদক পদে মো. আবু হেনা নির্বাচিত হয়েছেন।
শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেসক্লাবের ৩টি পদে নির্বাচন হয়।
এতে দৈনিক আজকের বিজনেসের আজমিরীগঞ্জ প্রতিনিধি স্বপন বণিক সভাপতি হয়েছেন। সাধারণ সম্পাদক, দৈনিক খোয়াই ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি মো. আবু হেনা ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন সঞ্জীব চক্রবর্তী।
১০টি পদে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছিল। বাকি ৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম মুজাহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সোহেল রানা, নির্বাহী সদস্য দ্বিগেন্দ্র সূত্রধর, জুনাইদ আল হাবিব ও আবুল খায়ের মাহদী।
ভোট গ্রহণের সময় হবিগঞ্জ প্রেসক্লাবের নেতাসহ স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
এসআইএস