কুমিল্লা: লালমাই পাহাড় থেকে মো. রিফাত হোসেন (৯) নামে এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের চন্ডিমুড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের পর রিফাত নিজ বাড়ি থেকে বের হয়। পরে কোনো খোঁজ না পাওয়ায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। না পেয়ে বরুড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার চন্ডিমুড়া পাহাড়ে শিশুর গলাকাটা লাশ পাওয়ার খবরে স্বজনরা সেখানে আসেন। মরদেহটি রিফাত বলে সনাক্ত করেন তারা।
পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রিফাতের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাহাড়ে মরদেহ ফেলে গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
এমজে