লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মন্দার বাড়ির হারুনুর রশিদ খোকার ছেলে তারেক আজিজ (২৫), একই ইউনিয়নের কংশ নারায়ণপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে আরিয়ান হোসেন সৌরভ ও গণেশ্যামপুর গ্রামের নুর নবী প্রকাশ আবদুল্লাহর ছেলে জাহিদ হাসান আলামিন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। এদিন ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে আসামি তারেক আজিজের বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ও অপর আসামি জাহিদ হাসান আলামিনের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছে।
তিনি জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, গত রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সংগ্রহের জন্য যাওয়ার পথে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গণেশ্যামপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা দৈনিক খবরের কাগজ লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম ও দৈনিক আমার সময় প্রতিনিধি মোহাম্মদ আলা উদ্দিন, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আব্দুল মালেক নিরব, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ফয়সাল মাহমুদের ওপর অতর্কিত হামলা করে।
এ সময় তিনজন সাংবাদিক গুলিবিদ্ধ ও খবরের কাগজ প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা পুলিশের সহযোগিতায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। আহত সাংবাদিক রফিকুল ইসলাম ও আলা উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএ