ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্টসহ সাধারণ অভিযানে গ্রেপ্তার ১৩০৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ডেভিল হান্টসহ সাধারণ অভিযানে গ্রেপ্তার ১৩০৮ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানসহ ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। ছবি: ফয়জুল ইসলাম জাহান

ঢাকা: সারাদেশে অপারেশন ডেভিল হান্টসহ সাধারণ অভিযান চালিয়ে এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর  বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।