ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশাররফ হোসেন (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সময় আহত হয়েছেন তার ভাই নাসির হোসেন।

 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোশারফ হোসেন একই গ্রামের খবির হোসেন মণ্ডলের ছেলে ও ঝিনাইদহ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের খাবির মণ্ডলের দুই ছেলে নাসির হোসেন ও মোশারফ হোসেন একসাঙ্গে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলা কাটতে যান। এসময় শত্রুতার জেরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী মোশারফ হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় আহত হন তার ভাই নাসির। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের  চিকিৎসক ছোট ভাই মোশারফকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাই নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।  

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।