হবিগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বিয়ের দাওয়াত দিতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরসহ দুইজন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলায় ব্রাহ্মণডুরা গ্রামের সাবেদ আলীর ছেলে বর শাহ আলম (২৪) ও তার বন্ধু একই গ্রামের গিয়াস উদ্দিন বেনু মিয়ার ছেলে তানভীর শোয়েব (২৩)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আসছে একুশে ফেব্রুয়ারি শাহ আলমের বিয়ের দিন ঠিক করা। এজন্য বন্ধু তানভীরকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে আত্মীয়-স্বজনকে বিয়ের দাওয়াত দিতে বাড়ি থেকে বের হন শাহ আলম। পথে নূরপুরে পৌঁছানোর পর নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা গাড়িতে ধাক্কা দেয়। এতে বর ও তার বন্ধু মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান।
এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে চেলে যায়। এ ঘটনায় শাহ আলম ঘটনাস্থলেই মারা যান এবং তানভীরকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত তানভীর শোয়েব ‘হবিগঞ্জ ট্যুর’ গ্রুপের মডারেটর ও রক্তদান সোসাইটির সদস্য। অসুস্থ মানুষের বিপদে রক্ত দিতেন।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরএ