ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

সুফি উৎসবে মুখর আহসান মঞ্জিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
সুফি উৎসবে মুখর আহসান মঞ্জিল

ঢাকা: রাজধানীর ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চিরায়ত বাংলার সুফি উৎসব।  

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরের পর থেকে দেশ-বিদেশের অসংখ্য সুফি-মাশায়েখ ও সাধারণ মানুষ সুফি ফেস্টে অংশ নেন।

সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফেস্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুরের পর থেকে পুথি পাঠ, মুর্শিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, মারফতি ইত্যাদি লোকসংগীত উপভোগ করেন ফেস্টে আসা দর্শকরা।  

এছাড়া সন্ধ্যার পর নাফস, কারার ও মাইজভাণ্ডারীর কালু বালা সুফি ব্যান্ডের কাওয়ালি ও মুর্শিদি পারফরম্যান্স, দ্য সার্কেল ট্রুপ’র সুফি রাক্স (রুমি ড্যান্স) ও সুফি হাদরা পারফরম্যান্সগুলো আকর্ষণ করে দর্শনার্থীদের।  

শাহবাজ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। সুফি ফেস্টের আয়োজক শেখ ফাহিম ফয়সাল বলেন, সুফি ধারা বাংলার প্রাচীন একটি ধারা। এ ধারাকে আধুনিকায়নের সঙ্গে মিশিয়ে আমরা নতুন রূপ দিতে চাই এবং তরুণদের কাছে সুফি ধারার বার্তাগুলো পৌঁছে দিতে চাই। এজন্য আমরা কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান করছি। তবে এবারই প্রথম আমরা আউটডোরে সুফি ফেস্টের আয়োজন করেছি। আমাদের অনুষ্ঠানে দর্শকদের অধিকাংশই তরুণ।  

দিনব্যাপী অনুষ্ঠানে এদিন আর্ট সেশন, মেডিটেশন সেশন, বাঁশি এবং ভায়োলিন সেশন, প্রশ্নোত্তর পর্ব, সুফি রাক্স ওয়ার্কশপ, সুফি হাদরা ওয়ার্কশপ উপভোগ করেছেন দর্শনার্থীরা। এছাড়া ফেস্টের অন্যতম আকর্ষণ ছিল বিচিত্র রকমের স্টল। বিভিন্ন বই, ঐতিহ্যবাহী ঢাকাই এবং নবাব বাড়ির খাবার, পোশাক, বিভিন্ন তৈজসপত্র, পারফিউম, ব্যাগ, উত্তরীয়, নানা ধরনের বাদ্যযন্ত্রসহ বিচিত্র ধরনের স্টলেও ছিল দর্শনার্থীদের ভিড়।   

বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর মধ্যে প্রধানতম হলো আহসান মঞ্জিল। দীর্ঘ ১৭ বছর পর আহসান মঞ্জিলে সুফি ফেস্টের অনুষ্ঠান হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।