ঢাকা: বিজিবি প্রধানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর অবস্থান কর্মসূচি স্থগিত করেছেন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) চাকরিচ্যুত সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সদর দপ্তরের সামনে বাহিনী প্রধানের প্রতিনিধি দলের আশ্বাসের কথা জানান সিপাহী (রামগড় ৪৩ ব্যাটালিয়ন) মো. শাহিন।
তিনি বলেন, আমাদের বিষয়ে বিজিবি মহাপরিচালক খুবই আন্তরিক। আমাদের ছয় জনের সঙ্গে বিজিবি মহাপরিচালকের পাঁচ সদস্যের প্রতিনিধির দল কথা বলেছেন। দাবিগুলো শুনেছেন।
তিনি আরও বলেন, প্রতিনিধি দল আমাদের বলেছেন চাকরিচ্যুত সকলকে নির্দিষ্ট তারিখের মধ্যে পুনরায় আবেদন করতে। তারা (বিজিবি) আমাদের আবেদন পুনর্বিবেচনা করে দেখবেন। যাদেরকে চাকরিতে পুনর্বহাল রাখা যায় রাখবেন আর যাদেরকে পেনশনের আওতায় আনা যায় তাদেরকে পেনশনের আওতায় আনা হবে। আমাদের বিষয়টি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে বলেও প্রতিনিধি দল আশ্বাস দিয়েছেন।
এর আগে, বৃহস্পতিবার সকাল দশটার দিকে বিজিবি সদর দপ্তরের চার নম্বর গেটে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায়ভাবে বিজিবির চাকরিচ্যুত সদস্যরা।
তাদের দাবিগুলো হলো- অন্যায়ভাবে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের পুনর্বহাল করতে হবে। ১০০ শতাংশ পেনশন ও বেতন-ভাতা দিতে হবে। বিজিবি ২০১০ যে অবৈধ আইন আছে, তা সংস্কার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এমএমআই/এসআইএস