ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

রামপুরায় বেপরোয়া বাস কাড়ল কলেজ কর্মকর্তার প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
রামপুরায় বেপরোয়া বাস কাড়ল কলেজ কর্মকর্তার প্রাণ ফাইল ছবি

ঢাকা: রাজধানীর রামপুরায় বেপরোয়া গতির বাসের চাপায় আলী হোসেন তালুকদার (৩৪) নামে মোটরসাইকেল চালক এক যুবক নিহত হয়েছে। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষক ছিলেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শী আবু হানিফ সোহান বলেন, ঘটনার সময় হাজীপাড়া পেট্রোল পাম্পের কিছুটা দুরে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। এসময় রমজান পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে তার মাথা চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।  

প্রত্যক্ষদর্শীরা এই ঘটনার জন্য যাত্রীবাহী রমজান পরিবহনের বাসটিকে দায়ী করেন।

আলী হোসেনের ভাই মো. আলম তালুকদার জানান, তাদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে। বাবার নাম আব্দুল আজিজ তালুকদার। তার ভাই মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় একটি মেসে থাকতেন এবং ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব রক্ষকের কাজ করতেন। ছয় ভাই এক বোনের মধ্যে আলী হোসেন ছিলেন সবার ছোট।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান বলেন, বিকেলে হাজীপাড়া এলাকায় রমজান পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলে মারা যান ওই যুবক। এর পরপরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে। বাসচালককে আটকের পাশাপাশি গাড়িটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বনানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু
এদিকে রাজধানীর বনানী সৈনিক ক্লাবের পেছনে ট্রেনের ধাক্কায় আব্দুল হান্নান শেখ (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। বিকেলে তাকে শিক্ষার্থীরা মুমূর্ষ অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ছোট ভাই তারিকুল ইসলাম মিঠু বলেন, তাদের বাড়ি পাবনা জেলার আতাইকুলা থানার পদ্মাবিলা গ্রামে। বাবার নাম আব বকর শেখ। তার ভাই নর্দার কালাচাঁদপুর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন এবং সাইনবোর্ডের ব্যবসা করতেন।

তিনি বলেন, বিকেলে ফোনকলের মাধ্যমে বড় ভাইয়ের দুর্ঘটনার কথা জানতে পারি। পরে ঢাকা মেডিকেলে এসে মরদেহ দেখতে পাই। তিনি সৈনিক ক্লাবের পেছনে কেন গিয়েছিলেন তা জানা নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, বনানী এলাকা থেকে শিক্ষার্থীরা ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেছেন, ওই ব্যক্তি ট্রেন লাইনের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।