বাগেরহাট : বাগেরহাটের কচুয়ায় জুলাই গণঅভ্যুথানে আহত ও অংশগ্রহণকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে কচুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে কচুয়া উপজেলা নাগরিক কমিটির সদস্য সুব্রত কুমার মুখার্জি, মেহেদী হাসান রনি, আবু সাঈদ, এনামুল এহসান কাজল, জুলাই গণঅভ্যুত্থানের আহত রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরানসহ আহতদের পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
এদিন জুলাই গণঅভ্যুত্থানে আহত, রাকিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুস সাকিব, সাংবাদিক আব্দুলাহ আল ইমরান এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের সংবর্ধনা দেওয়া হয়।
সুব্রত কুমার মুখার্জি বলেন, সকল ফ্যাসিবাদী শক্তি ও দুর্নীতির বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। সবাই এক যোগে কাজ করলে সমাজ দেশ পরিবর্তন হবে। সকল ফ্যাসিবাদের বিপক্ষে প্রতিবাদ করে ফ্যাসিবাদ,চাঁদাবাজি, দখলবাজি রুখে দিতে হবে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৫
এমআরএম