ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র জব্দ জব্দকৃত অস্ত্র

চাঁদপুর: চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে ৩০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) দিনগত রাত ১টার দিকে শহরের নতুন বাজার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের পাশে ডাকাতিয়া নদীর ঘাট থেকে এসব অস্ত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেন চাঁদপুরে আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্লাস্টিকের বস্তায় থাকা এসব অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত এসব দেশীয় অস্ত্র আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সব অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অস্ত্র জব্দ কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার তালিকাভুক্ত বহু মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।