ঢাকা, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১, ১২ মার্চ ২০২৫, ১১ রমজান ১৪৪৬

জাতীয়

হত্যার ১২ বছর পর সাবেক দুই এমপিসহ ২২৪ আ.লীগ নেতার নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫
হত্যার ১২ বছর পর সাবেক দুই এমপিসহ ২২৪ আ.লীগ নেতার নামে মামলা আওয়ামী লীগ নেতা

রংপুরের মিঠাপুকুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এইচএন আশিকুর রহমান ও সাবেক এমপি জাকির হোসেন সরকারসহ ২২৪ জন আওয়ামী লীগ নেতার নামে হত্যা মামলা দায়ের হয়েছে।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর সাবেক এমপি দেশ বরন্য প্রখ্যাত বক্তা মাওলানা দেলোয়ার হোসেন সাইদীর ফাঁসির রায়ের দিনে মিঠাপুকুরে হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী হত্যাকাণ্ডের শিকার শেখ আশিকুর রহমানের বাবা আফতাব উদ্দিন। তিনি ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর মহুরীপাড়া গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১১ মার্চ) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

এই মামলায় মিঠাপুকুরের সাবেক এমপি এইচএন আশিকুর রহমান ও জাকির হোসেন সরকার ছাড়াও  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য  রাশেক রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরু, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোজাম্মেল  হক মিন্টু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাৎ লিমনসহ ২শ ২৪ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে মিঠাপুকুরে উত্তপ্ত হয়ে ওঠে জামায়াত নেতারা। সেদিন তারা ডিসির মোড়, মিঠাপুকুর বাজার ও ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ, বিজিবির সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে নিহত হন সাতজন জামায়াত কর্মী। এ ঘটনার ১২ বছর পর গত ৮ ফেব্রুয়ারি মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন হত্যার শিকার শেখ আশিকুর রহমানের বাবা আফতাব উদ্দিন।

এ বিষয়ে রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মাওলানা এনামুল হক বলেন, সেদিনের হত্যাকাণ্ডের শিকার আশিকুর রহমানের বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানা একটি মামলা দায়ের করেছেন। এ মামলার সঙ্গে জামায়াতের কোনো সম্পৃক্ততা নেই। মূলত হত্যাকাণ্ডের শিকার ওই ব্যক্তির বাবা মামলাটি করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তিনি বলেন, ২০১৩ সালের ঘটনায় আফতাব উদ্দিন বাদী হয়ে একটি মামলা করেছেন। এটি মিঠাপুকুর থানায় রেকর্ডভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৫

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।